সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারের পর তৃতীয় নারী ফুটবলার হিসেবে ভারতের ঘরোয়া লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের রাইট উইঙ্গার সানজিদা আক্তার। তার নতুন ক্লাব ইস্টবেঙ্গল। বুধবার বিকেলে কলকাতার বিমান ধরবেন ময়মনসিংহের কলসিন্দুরের এ যুবতী।
১৬ জানুয়ারি ভারতের ভিসার আবেদন করে মঙ্গলবার পাসপোর্ট পেয়েছেন। টানা ৮ দিন অনিশ্চয়তায় থাকার পর মুখে হাসি ফুটেছে সানজিদার। স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছে স্বস্তির নিশ্বাস তার।
এমন একটি ক্লাবের জার্সিতে দেশের বাইরের ঘরোয়া ফুটবলে অভিষেক হচ্ছে সানজিদার, সেই ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলের মধুর স্মৃতি। ১৯৯১ সালে এই ক্লাবে খেলেছিলেন মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস ও রুমী রিজভী করিমরা। সুনাম কুড়িয়েছিলেন তারা, চ্যাম্পিয়ন করেছিলেন ইস্টবেঙ্গলকে।
মোনেম মুন্না তো ইস্টবেঙ্গলের সমর্থকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমীদের মুখে এখনো শোনা যায় মুন্নার প্রশংসা। সেই ক্লাবে সানজিদার অভিষেক হলে বাংলাদেশের ফুটবলে তৈরি হবে নতুন ইতিহাস। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাবে খেলায় বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সানজিদার নাম লেখা হয়ে যাবে স্বর্ণাক্ষরে।
কলকাতা রওয়ানা হওয়ার আগে নতুন এই মিশন নিয়ে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন সানজিদা আক্তার।
স/ম


























