সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ এর অধ্যক্ষ প্রফেসর অহিদ লস্কারের বিরুদ্ধে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত ২২ জানুয়ারি সোমবার দুদকের একটি এনফোর্সমেন্ট টিম তদন্ত অভিযান পরিচালনা করেন। ভুয়া বিল-ভাউচার প্রস্তুত করে কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালানা করেন।
টিম পরিদর্শনকালে উল্লিখিত প্রতিষ্ঠানের ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ক্রয়কৃত বিভিন্ন সামগ্রী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জামাদি মেরামত ও ইনটেরিওর ডিজাইনিং-এর জন্য খরচকৃত অর্থের ভাউচারসমূহ সংগ্রহ করে। ভাউচারের সাথে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অসংগতি রয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
অভিযানকালে প্রাপ্ত সংশ্লিষ্ট অর্থবছরের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র এবং অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
এ বিষয়ে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি অভিযানের বিষয় স্বীকার করেন। তিনি অনিয়মের বিষয় অস্বীকার করে বলেন আমার এখানে কোন অনিয়ম হয়নি।
স/মিফা






















