গত বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ‘আন্তঃহল জুডো প্রতিযোগিতা-২০২৪’ উদ্বোধন করেন।
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ছাত্রীদের মধ্যে এই জুডো প্রতিযোগিতায় কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের মধ্যে সূর্যসেন হল চ্যাম্পিয়ন এবং হাজী মুহম্মদ মুহসীন হল রানার্স-আপ হয়েছে।
স/মিফা


























