ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার নদী বিধৌত ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে পরিবেশ সুরক্ষার লক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন। এ অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারাজানা ববি মিতু ও অংশ গ্রহন করেন।
আজ শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে ইউএনও ও এসি ল্যান্ডের নেতৃত্বে ছৈলারচর আশার আলো যুব সমাজ কল্যাণ সমবায় সমিতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ কর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, ২০০৯ সালে উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া মৌজায় বিষখালী নদীতে জেগে ওঠা প্রকৃতিক বনভুমি ছৈলারচরকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাসমান পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। পরে এখানে ডিসি লেক, মুক্তিযোদ্ধা ইকোপার্কসহ নানা স্থাপনা গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ফুলের বৃক্ষরাজি রোপন করে চরটিকে দৃষ্টি নন্দন করে তোলা হয়। এখানে উপকুলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের ভ্রামণ পিপাশুদের আগমন ঘটে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংঘের আয়োজনে পিকনিক, বার্ষিক মিলনমেলাসহ প্রতিনিয়ত দর্শনার্থীদের আগমনের ফলে নানা প্লাস্টিক বর্জ ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ বিপন্ন করে। তা পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশার আলো যুব সমাজ কল্যাণ সমবায় সমিতি উদ্যোগে এ পরিচ্ছন্নতা করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিনের সভাপতিত্বে পর্যটন কেন্দ্রের ইচ্ছে মঞ্চে পরিবেশ সচেতনতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন অপু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্টার ও সমিতির সভাপতি মো.অলিউল্লাহ আহাদ, প্রবীন সাংবাদিক মো.আবদুল হালিম, শিক্ষক আখতার উদ্দিন সানু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, ইউপি সদস্য মো.হারুন অর রশীদ ও ফয়সাল আহম্মেদ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন সবুজ বাংলাকে বলেন, ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে দর্শনার্থীদের পরিবেশ সুরক্ষার বিষয়ে নানা নির্দেশনা দিয়ে থাকি। তারপরও কিছু অসচেতন দর্শানার্শী নানা ধরনের বর্জ সেখানে ফেলে পরিবেশ নষ্ট করছে। পর্যটন কেন্দ্রটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাঝে মাঝে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়।
স/মিফা



















