রাজধানী মতিঝিলে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকাস্হ বরিশাল বিভাগ সমিতি। মতিঝিলের একটি হোটেলে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাছিম।
আজ শনিবার (২৭ জানুয়ারি) মতিঝিলের একটি হোটেলে শীতার্তদের মাঝে ঢাকাস্হ বরিশাল বিভাগ সমিতি কম্বল বিতরণ করেন।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
বক্তব্য রাখেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, শামসুল আরেফিন, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক ডা: মো আবদুছ ছোবাহান, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেল প্রমুখ।
বক্তারা মানবতার সেবায় সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানো আহবান জানান ।
স/মিফা


























