ব্রেন টিউমার। সাধারণ কোনো রোগ নয়। দোয়া-দয়া-অর্থ লাগে। জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড়-কোচ-যার হাত ধরে উঠে আসে তৃণমূলের খেলোয়াড়রা সেই মওদুদুর রহমান শুভ ব্রেন টিউমারে আক্রান্ত। অপারেশন করাতে প্রায় ২০ লাখ টাকার মতো লাগে। অনেকদিন অপেক্ষা করেছেন অর্থের সন্ধানে। অবশেষে সইতে না পেরে ধার-দেনা করে কিছু টাকা যোগাড় করে আজ সকাল দশটায় ভারতের চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি। সঙ্গে যাচ্ছেন বন্ধু বিকেএসপির কোচ মশিউর রহমান বিপ্লব। শুভর রোগের শুরু থেকেই তার সঙ্গে ছায়ার মতো আছেন বিপ্লব।
মুঠোফোনে গতকাল সবুজ বাংলাকে শুভ জানালেন, ‘অপারেশনে ডায়াগনোসিস করতে হবে আগে। তারপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন কি করা যায়। অবস্থা বেগতিক হলে অপারেশন লাগবে। অমনটা যদি হয় তাহলে অপারেশন করেই আসব। অর্থের টানাটানি তো রয়েছেই। ব্যক্তিগতভাবে কেউ কেউ দিয়েছেন। ধারদেনা করে কিছু টাকার যোগাড় করেছি। প্রাতিষ্ঠানিকভাবে যারা দেওয়ার কথা তারা বলেছেন কিছুটা ফরমালিটিজ আছে, সেগুলো পূরণ হওয়ার পর টাকা পাওয়া যাবে। বিপ্লব সঙ্গে যাচ্ছে। কয়েকদিন পর যাবে ছোটভাই মুশফিকুর রহমান। দোয়া চাই সবার কাছে।’
গত বছরের ১৮ ডিসেম্বর বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশের পর দেশজুড়ে আলোচনা শুরু হয় শুভকে নিয়ে। সবাই তার খোঁজ খবর নেন। অনেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। সেই আশ্বাসের উপর ভিত্তি করেই চেন্নাইয়ে যাচ্ছেন তিনি। শুভর কথায়, ‘চেন্নাইয়ের হাসপাতালের সঙ্গে কথা হয়নি। তবে চিকিৎসকদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে। উনারা আগে আমার ডায়াগনোসিস করাবেন। সেখানে কি রিপোর্ট আসে তা দেখে সিদ্ধান্ত নেবেন।’
শুভ আরো বলেন, ‘আপাতত তিন সপ্তাহের জন্য যাচ্ছি। পরিবারকে নিতে পারছি না, কারণ ঘরে দুটি ছোট বাচ্চা রয়েছে।’
এদিকে শুভ এমন সময়ে অসুস্থ হলেন যখন তিন বছর পর প্রিমিয়ার হকি লিগের দামামা বেজে উঠেছে। দলবদলের কার্যক্রম (টোকেন সংগ্রহ) চলছে। আগামী বুধবার থেকে শুরু হবে হকি লিগের দলবদল। গত দুই মৌসুম ধরে মোহামেডানের কোচ হয়ে কাজ করেছেন শুভ। প্রথমবার সাদা কালো দলকে চ্যাম্পিয়ন করালেও শেষবার তৃতীয় হতে হয়েছে। অসুস্থতার কারণে এবার লিগে মাঠে থাকতে পারবেন না শুভ। এ নিয়ে আফসোস শুভ’র কণ্ঠে, ‘অনেক দিন পর লিগ শুরু হতে যাচ্ছে, আর আমি অসুস্থ। এই শরীরে তো বেশি চাপ নেওয়া যায় না। ইচ্ছে থাকা সত্ত্বেও দলের হয়ে মাঠের কোচিং এখন সম্ভব নয়। তার পরও শুভকামনা থাকবে সবার জন্য। চেন্নাইয়ে থাকলেও মনটা তো দেশেই পড়ে থাকবে।’
স/মিফা
























