ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে নাজমুল হুদা আনসারী (৪০) নামে এক পথচারি নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ঘটে। নিহত নাজমুল হুদার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের নিমগাজী উতরা গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ভালুকা বাসস্ট্যান্ডে একটি গাড়িকে সাইট দেওয়ার সময় ঢাকাগামী একটি মাছের খাদ্য ভর্তি ট্রাক মহাসড়কে উল্টে যায়। পরে
অটোরিকশা ওই ট্রাকে সংঘর্ষ বাধে। এতে নাজমুল হুদা আনসারী নামে এক পথচারি নিহত হন। এ সময় অটোর ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে
ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৫জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের ব্যক্তিদের
তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি, তবে আহতরা বেশি ভাগই গফরগাঁও এলাকার।
দূর্ঘটনার কারণে ওই সড়কে ঢাকাগামী লেনে দীর্ঘ যানজট লেগে যায়। ভালুকা ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা, ভালুকা ট্রাফিক পুলিশ ও ভালুকা হাইওয়ে
পুলিশ ফাড়ির দায়িত্বরত সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
সব/ট



















