০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মারমা উন্নয়ন সংসদ উদ্যোগে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গণসংবর্ধনা

মারমা উন্নয়ন সংসদ উদ্যোগে খাগড়াছড়ি আসন থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বিকেলে মারমা উন্নয়ন সংসদ সদর শাখা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সম্প্রীতি বন্ধনে একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করবো। তিনি আরো বলেন, মারমা জাতির উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতার করার।
জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও সাংবাদিক চিংমেপ্রু মারমা সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, মংসার্কেলে রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, চাইথোঅং মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, মাউস কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ম্রাগ্য মারমা।

এসময় মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য ক্যজরী মারমা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মংনু মারমা বলে, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা কমিটির সাধারণ সম্পাদক নিংঅ মারসা, আওয়ামীলীগ নেত্রী বাঁশরী মারমাসহ তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবৃন্দরা।

পানছড়ি , গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, সিদুকছড়ি, গুগড়াছড়ি, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা, মারমা যু্ব কল্যাণ সংসদ, ভাইবোন ছড়া শাখা, বেতছড়ি, পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি মারমা বাগান ফলদ সমিতি, কমলছড়ি অংম্রা ক্লাব, সাসনা ক্লাব সাত ভাইয়া পাড়া, আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেড, প্লেংসাগু হু গ্রুপ, মারমা উন্নয়ন সংসদ, সাতভাইয়া মহিলা কল্যান সমিতি, আড়াই মেইল রোওয়াবং ক্লাব, বাজার চৌধুরী, গঞ্জপাড়া মারমা এলাকাবাসী, গোলাবাড়ি হেডম্যান পাড়া রাজবাড়ি, ছিমিংতং ফাউন্ডেশন, মাইসছড়ি নিংরং সংস্থা, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, সারিপুত্র পালিটোল ক্যয়ং পরিচালনা কমিটি, পানখাইয়া পাড়া মহিলা কল্যাণ সমিতি, পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, তেতুলতলা, কুকিছড়া, গোলাবাড়ি, ধর্মঘর, সিঙ্গিনালা মগ পাড়া, প্লেংসা শিক্ষক শিক্ষিকা সমিতি নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

ত্রিশালে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নার্সের রাজকীয় বিদায়

মারমা উন্নয়ন সংসদ উদ্যোগে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গণসংবর্ধনা

আপডেট সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

মারমা উন্নয়ন সংসদ উদ্যোগে খাগড়াছড়ি আসন থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বিকেলে মারমা উন্নয়ন সংসদ সদর শাখা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সম্প্রীতি বন্ধনে একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করবো। তিনি আরো বলেন, মারমা জাতির উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতার করার।
জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও সাংবাদিক চিংমেপ্রু মারমা সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, মংসার্কেলে রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, চাইথোঅং মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, মাউস কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ম্রাগ্য মারমা।

এসময় মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য ক্যজরী মারমা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মংনু মারমা বলে, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা কমিটির সাধারণ সম্পাদক নিংঅ মারসা, আওয়ামীলীগ নেত্রী বাঁশরী মারমাসহ তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবৃন্দরা।

পানছড়ি , গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, সিদুকছড়ি, গুগড়াছড়ি, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা, মারমা যু্ব কল্যাণ সংসদ, ভাইবোন ছড়া শাখা, বেতছড়ি, পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি মারমা বাগান ফলদ সমিতি, কমলছড়ি অংম্রা ক্লাব, সাসনা ক্লাব সাত ভাইয়া পাড়া, আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেড, প্লেংসাগু হু গ্রুপ, মারমা উন্নয়ন সংসদ, সাতভাইয়া মহিলা কল্যান সমিতি, আড়াই মেইল রোওয়াবং ক্লাব, বাজার চৌধুরী, গঞ্জপাড়া মারমা এলাকাবাসী, গোলাবাড়ি হেডম্যান পাড়া রাজবাড়ি, ছিমিংতং ফাউন্ডেশন, মাইসছড়ি নিংরং সংস্থা, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, সারিপুত্র পালিটোল ক্যয়ং পরিচালনা কমিটি, পানখাইয়া পাড়া মহিলা কল্যাণ সমিতি, পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, তেতুলতলা, কুকিছড়া, গোলাবাড়ি, ধর্মঘর, সিঙ্গিনালা মগ পাড়া, প্লেংসা শিক্ষক শিক্ষিকা সমিতি নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন।