জলবায়ু ও পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখায় ভারতের শীর্ষস্থানীয় আদানি পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) শীর্ষস্থান দখল করেছে। চারটি আন্তর্জাতিক রেটিং এজেন্সির মূল্যায়নে আদানি শীর্ষস্থান দখল করেছে। এরমধ্যে অলাভজনক দাতব্য সংস্থা সিপিডি তার জলবায়ু নিরীক্ষণ ২০২৩ প্রতিবেদনে আদানিকে ‘লিডারশিপ ব্যান্ড’ হিসেবে উল্লেখ করে।
এসঅ্যান্ডপি গ্লোবাল তার ডিজেএসআই রিপোর্টে আদানি পোর্টস বিশ্বের ৩২৪টি কোম্পানির মধ্যে এনভায়রনমেন্ট ডাইমেনশন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করে। আর সাসটেইনালিটিক্স এর প্রতিবেদনে মেরিন পোর্টস সেক্টরে কম কার্বন ট্রানজিশন রেটিংয়ে শীর্ষস্থান
দখল করে।
সর্বশেষ ‘মুডি’স এনার্জি ট্রানজিশন রেটিং এ ‘অ্যাডভান্স’ রেটিং ও ইসিজি অ্যাসেজমেন্ট ও স্ট্রাটেজি রিভিউয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে প্রথম র্যাঙ্ক অর্জন করে।
স/মিফা


























