ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত- কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথায় সুর মিলিয়ে বলতে হয় আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজ বসন্ত। ফাল্গুনের হাওয়া দোল লেগেছে প্রকৃতিতে। নতুনরূপে সেজেছে ঋতুরাজ। এমনদিনে দেশবাসী পালন করছে বসন্তবরণ উৎসব। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
একই দিনে আজ পালিত হচ্ছে বিশ^ ভালোবাসা দিবস। এ দিবস ঘিরেও নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এবছর জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ-এর উদ্যোগে ৩০তম ‘বসন্ত উৎসব’-১৪৩০ এর আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। সকাল সোয়া সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বরেণ্য যন্ত্রশিল্পী সেতার বাদক বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। দেশের অগ্রগণ্য নৃত্য ও সংগীতের দলসমূহ, একক বরেণ্য শিল্পীবৃন্দ, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময় এবং সকালের অনুষ্ঠানের শেষ পর্বে সকাল ১০টায় বসন্ত আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে আসবে।
বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করবেন- পরিষৎ এর সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ, বক্তব্য রাখবেন- সহ-সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইটসহ অন্যান্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বিকেলের পর্ব শুরু হবে সাড়ে তিনটায় বেঙ্গল পরম্পরার যন্ত্রসঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে। এ পর্বেও যথারীতি দেশের অগ্রগণ্য শিশু-কিশোর ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পরিবেশনা, দলীয় সঙ্গীত ও দলীয় আবৃত্তি এবং বরেণ্য একক সঙ্গীত ও আবৃত্তি শিল্পীবৃন্দের পরিবেশনও থাকবে।
প্রতিবছরের মতো এবারেও সাড়ে তিনটায় একযোগে পুরনো ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরা দিয়াবাড়ীর লেক সংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ‘বসন্ত উৎসব-১৪৩০’ এর অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফয়জুল আলম পাপ্পু ও নুসরাত ইয়াসমিন রুম্পা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বসন্তবরণ উদযাপিত হবে। বিকাল সাড়ে ৩টায় রমনা পার্কে বসন্ত নৃত্য পরিবেশিত হবে। রমনা পার্ক থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত বসন্ত শোভাযাত্রা শুরু হবে বিকাল ৪টায়। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসন্ত উৎসবের নৃত্যানুষ্ঠান হবে বিকাল সাড়ে ৪টায়। বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে কাদামাটি’র আত্মত্যাগের পরিচয়। একই সময়ে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)’র কালরাত্রি। একইসময়ে জাতীয় নাট্যশালায় স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সপ্তর্ষি থিয়েটারের প্রমিলা আখ্যান মঞ্চস্থ হবে। এর পাশাপাশি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় পিঠা উৎসব ১৪৩০ ও লোক- সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি দুপুর ১২টায় বাউল গানের আয়োজন করবে।
ভালোবাসি ভালোবাসি/ এই সুরে কাছে দূরে/ জলে স্থলে বাজায় বাজায় বাঁশি/ ভালোবাসি ভালোবাসি- রবীন্দ্রনাথ ঠাকুর। ভালোবাসা দিবস উপলক্ষে শাহবাগের ফুল ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন। ভালোবাসা দিবস কিভাবে এলো তা নিয়ে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, রোমান সম্রাট ক্লডিয়াস-২ সেনাবাহিনীতে লোকবল বাড়াতে বিয়ে নিষিদ্ধ করলেন। কিন্তু, সিদ্ধান্ত মানতে পারলেন না সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ব্যক্তি। তিনি গোপনে সবার বিয়ে দিতেন। এক সময় রোমান সম্রাট জেনে গেলেন ভ্যালেন্টাইনের কথা। ফলাফল তাকে কারাবন্দি হতে হলো। ওই কারাগারের রক্ষী ছিলেন এক নারী। ভ্যালেন্টাইনতো সেই নারীকে ভালোবেসে ফেললেন। ভালোবাসা তো আর স্থান, কাল, পাত্রভেদে হয় না, তাই না? কিন্তু, কয়েকদিন পর ১৪৫ ফেব্রুয়ারিতে সম্রাটের নির্দেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর আগে ভ্যালেন্টাইন একটি কাজ করেছিলেন। ওই দিনেই তিনি সেই নারীকে ভালোবাসার কথা লিখেছিলেন। পরে ১৪ ফেব্রুয়ারি তার স্মরণে ভ্যালেন্টাইন দিবস হয়ে ওঠে। বিশ্বব্যাপী যা উদযাপন করা হচ্ছে। ভালোবাসা দিবসের দিনেই আসে প্রেমের ঋতু বসন্ত। এই বসন্তে তাই একটাই প্রার্থনা- জীবন সুন্দর হোক, আনন্দের হোক, ভালোবাসার হোক।
স/মিফা























