বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জয়জয়কার। গোলাম কবির বাদল সভাপতি ও সম্পাদক খান মোহাম্মদ মোরশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যসহ ১১টি পদের ১০টিতেই জিতেছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাহী সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা ভোটগ্রহণ চলে, ৯৬৫ ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়েছেন, প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন ৩৩৮ ভোট। সহ-সভাপতি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সম্পাদক পদে খান মোহাম্মদ মোর্শেদ (৩৯৬) হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেনকে (৩৮১)। অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু (৪৯০) হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিনকে (২৯৭)। ইমতিয়াজ আহমেদ ও প্রদীপ কুমার রায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক। নির্বাহী সদস্য পদে মিলন ভূইয়া, সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল।
শিরোনাম
বরিশাল জেলা আইনজীবী সমিতি : বাদল সভাপতি, মোরশেদ সম্পাদক
-
বরিশাল ব্যুরো - আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- ।
- 251
জনপ্রিয় সংবাদ






















