‘রিয়েল স্টোরিজ বাই রিয়েল পিপল’ এই শ্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)।
সাভারের আশুলিয়ায় ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি (শুক্র এবং শনিবার) ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়।
পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর না বলা গল্পগুলো তুলে ধরার লক্ষ নিয়ে অনুষ্ঠিত এই ফেস্টিভাল অনুষ্ঠানের প্রথম দিনে সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফারিসতা সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান সহযোগী-অধ্যাপক আফতাব হোসেন, ফ্যাস্টিভ্যালের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সমন্বয়ক আলিফেন্নেসা আলিফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি, সমাপনী বক্তব্য রাখেন ফ্যাস্টিভ্যালের উপদেষ্টা এব সাংবাদিকতা বিভাগের সহযোগী -অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।
প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে অস্ট্রেলিয়ার বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা ও সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাক্স স্লেসার ভিডিও কনফারেন্সের মাধ্যমে “Gawe ka Pade” বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন এবং ফ্যাস্টিভ্যালের ৪ টি ক্যাটাগরির মধ্যে ‘স্বাধীন ক্যাটারির’ নির্বাচিত চলচিত্রগুলো বড় পর্দায় প্রর্দশনী করা হয়।
ফ্যাস্টিভ্যালের দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. লিজা সারমিন, অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আজকের পত্রিকার সম্পাদক, সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাতা-উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল।
এই দিনে ফ্যাস্টিভ্যালের জার্নালিজম, ডিআইইউ বেস্ট কমিউনিটি স্টোরি টেলিং, ওয়ান মিনিট ক্যাটাগরির নির্বাচিত চলচিত্রগুলো প্রর্দশন করা হয়, যা অনুষ্ঠানে সকলেই আন্তরিকতার সাথে উপভোগ করেন। তাছাড়া Digital Storytelling Technique নামে একটি মাষ্টার ক্লাসের আয়োজন করা হয়। যা পরিচালনা করেন বাংলাদেশ টাইমসের মোজো লিডার সাব্বির আহমেদ এবং The Bangladesh Independent Deceleration on International Media নামে একটি চলচিত্র প্রর্দশনী করা হয়। যা ফেস্টিভ্যালের মাধ্যমে দেশে এই প্রথম চলচিত্রটি প্রদর্শিত হয়েছে। সর্বশেষ দেশ এবং বিদেশ থেকে আসা ভিডিওগুলো নির্বাচিত করা বিশেষ বিচারক পরিষদ (জুরি বোর্ড) এর সদস্যরা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালের চার ক্যাটাগরিতে বিজয়ীরা তাদের পুরষ্কার গ্রহন করেন।
ফেস্টিভ্যালের দুই দিনেই দেশের সুনামধন্য বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ) এর আয়োজকরা মনে করছেন এমন আয়োজনের মাধ্যমে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যবদল করবে, জাতির সামনে তাদের সঠিক অবস্থান উঠে আসবে এবং এই মুঠোফোন ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের নির্মিত ছোট ছোট গল্প প্রকাশের সুযোগ পাবে। তাছাড়া তরুন প্রজন্ম মুঠেফোনের মাধ্যমে গল্প তৈরীতে উদ্বুদ্ধ হবে এবং আগামীতেও এমন ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ) আয়োজন করবে বলে জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ।
স/মিফা


























