০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে এমপিদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাঁচ বছরে প্রত্যেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকার জন্য ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নতুন করে বরাদ্দ কার্যক্রমে হাতে নেয়ার আগে পূর্বের বরাদ্দের নিরপেক্ষ নিরীক্ষার দাবি জানিয়েছে ।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে টিআইবি এমন দাবি জানিয়েছে। প্রত্যেক সংসদ সদস্য তাদের নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য পাঁচ বছরে ২০ কোটি টাকা করে পেতে পারেন বলে গত ১৮ ফেব্রুয়ারি এলজিআরডি মন্ত্রী সংসদে ঘোষণা করেছেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদীয় আসনভিত্তিক থোক বরাদ্দ বৃদ্ধি পেলেওে এর সঠিক ব্যবহার ও সুশাসন নিশ্চিতের উদ্যোগ ঠিকই উপেক্ষিত থেকে গেছে। এর কারণ হলো যার যার আসনের অনুমোদিত কাজের অগ্রগতির দেখাশোনা করা ও সমাধানের দায়িত্বে থাকেন সংসদ সদস্য নিজেই। সেইসাথে রাজনৈতিক প্রভাব ও আর্থিক সুবিধার জন্য নানান অনিয়মকে প্রশ্রয় দেন সদস্যদের একাংশ। তাই এইসব কাজের স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

টিআইবি জানায়, ২০২০ সালের ১২ আগস্ট ‘সংসদীয় আসনভিত্তিক থোক বরাদ্দ : অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক টিআইবির গবেষণায় দেখা যায়, এই প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে অনেক স্কিমের প্রয়োজনীয়তা থাকলেও তা পরিকল্পনা বাস্তবায়নে ঠিকাদার ও কর্তৃপক্ষের পারস্পরিক সমন্বয় এবং কমিশন বাণিজ্যের ফলে স্কিমের কাজের মান আশানুরূপ ছিলো না এবং অনিয়ম ও দুর্নীতির কারণে স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে এবং অপচয় হচ্ছে জনগণের টাকারও।

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, এই প্রকল্প সংসদ সদস্যের একাংশের জন্য স্থানীয়ভাবে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অনৈতিকভাবে আর্থিক সুবিধা অর্জনের পথ হিসেবে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি করে আসছে। ফলে এ ধরনের প্রকল্প অনিয়ম-দুর্নীতিকে স্থানীয় পর্যায়ে স্বাভাবিকতায় পরিণত করেছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে।’

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

সংসদে এমপিদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

আপডেট সময় : ০৮:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পাঁচ বছরে প্রত্যেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকার জন্য ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নতুন করে বরাদ্দ কার্যক্রমে হাতে নেয়ার আগে পূর্বের বরাদ্দের নিরপেক্ষ নিরীক্ষার দাবি জানিয়েছে ।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে টিআইবি এমন দাবি জানিয়েছে। প্রত্যেক সংসদ সদস্য তাদের নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য পাঁচ বছরে ২০ কোটি টাকা করে পেতে পারেন বলে গত ১৮ ফেব্রুয়ারি এলজিআরডি মন্ত্রী সংসদে ঘোষণা করেছেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদীয় আসনভিত্তিক থোক বরাদ্দ বৃদ্ধি পেলেওে এর সঠিক ব্যবহার ও সুশাসন নিশ্চিতের উদ্যোগ ঠিকই উপেক্ষিত থেকে গেছে। এর কারণ হলো যার যার আসনের অনুমোদিত কাজের অগ্রগতির দেখাশোনা করা ও সমাধানের দায়িত্বে থাকেন সংসদ সদস্য নিজেই। সেইসাথে রাজনৈতিক প্রভাব ও আর্থিক সুবিধার জন্য নানান অনিয়মকে প্রশ্রয় দেন সদস্যদের একাংশ। তাই এইসব কাজের স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

টিআইবি জানায়, ২০২০ সালের ১২ আগস্ট ‘সংসদীয় আসনভিত্তিক থোক বরাদ্দ : অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক টিআইবির গবেষণায় দেখা যায়, এই প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে অনেক স্কিমের প্রয়োজনীয়তা থাকলেও তা পরিকল্পনা বাস্তবায়নে ঠিকাদার ও কর্তৃপক্ষের পারস্পরিক সমন্বয় এবং কমিশন বাণিজ্যের ফলে স্কিমের কাজের মান আশানুরূপ ছিলো না এবং অনিয়ম ও দুর্নীতির কারণে স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে এবং অপচয় হচ্ছে জনগণের টাকারও।

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, এই প্রকল্প সংসদ সদস্যের একাংশের জন্য স্থানীয়ভাবে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অনৈতিকভাবে আর্থিক সুবিধা অর্জনের পথ হিসেবে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি করে আসছে। ফলে এ ধরনের প্রকল্প অনিয়ম-দুর্নীতিকে স্থানীয় পর্যায়ে স্বাভাবিকতায় পরিণত করেছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে।’

 

স/মিফা