ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব অবসানে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ঐতিহাসিক শুনানিতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এদিন সৌদি আরব, দক্ষিণ আফ্রিকাসহ আরো ১১টি দেশ শুনানিতে অংশ নেয়। বাংলাদেশসহ ৫২টি দেশ ও তিনটি সংগঠন শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করবে।
এর আগে, গত সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে শুনানি শুরু হয়। ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সাল থেকে ইসরায়েলিদের অবৈধ দখল নিয়ে জাতিসংঘের শীর্ষ আদালতে এই ঐতিহাসিক শুনানি শুরু হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানের পরিপ্রেক্ষিতে আইসিজেতে এ শুনানি শুরু হয়েছে। ২০২২ সালে আইসিজের প্রতি এই শুনানির আহ্বান জানিয়েছিল সাধারণ পরিষদ। শুনানি শেষে একটি মতামত বা নির্দেশনা দেবেন আইসিজে। ধারণা করা হচ্ছে, আইসিজের এ-সংক্রান্ত নির্দেশনা আসতে আনুমানিক ছয় মাস সময় লাগতে পারে। ইসরায়েল আইসিজের এ শুনানিতে অংশ নিচ্ছে না। তবে লিখিত পর্যবেক্ষণ পাঠিয়েছে। সপ্তাহ ধরে ধাপে ধাপে এই শুনানি হবে।
স/মিফা


























