সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাক্ষাতে সৌদির যুবরাজের সফর নিয়ে আলোচনা হয়েছে। সৌদির যুবরাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। এ বছরের দ্বিতীয় হাফে সফরের নানান বিষয় নিয়ে আলোচনা করছি।
আলোচনা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সৌদির সাথে আমাদের সম্পর্ক ভালো। বিগত বছরে সৌদির সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হয়েছে। আগের তুলনায় আমাদের পারস্পরিক সম্পর্ক আরো গভীরভাবে বিনিয়োগ, বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
স/মিফা























