বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সংসদ ভবনের নিজ কার্যালয়ে স্পিকারের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, সংসদীয় মৈত্রী গ্রুপসহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এ আলোচনায়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের সঙ্গে বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ নানান বিষয়ে পরস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। পারস্পরিক সফরের মাধ্যমে দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন আরো বাড়ানো হবে বলে জানান।
মাহবুব হাসান সালেহ বলেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ইউরোপীয় ইউনিয়নের অধীনে বাংলাদেশি নার্স, পরিচর্যাকারী, নির্মাণ কর্মী ও প্রকৌশলীদের কাজ দেওয়া হচ্ছে। মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
স/মিফা






















