সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের আগামী ২ মার্চ জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা ডেকেছেন। গতকাল বৃহস্পতিবার জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মার্চ সকাল ১১টায় বনানীর চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জিএম কাদের। সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত হওয়ার জন্য পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু অনুরোধ জানিয়েছেন।
স/মিফা

























