সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোর চক্রের ১০জন নারী চোরকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন, উল্লাপাড়া থানার ঘাটিনা গ্রামের রনির স্ত্রী বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), জামালপুর জেলার ইসলামপুর থানার মাহমুদপুর নতুন পাড়ার জহুরুল ইসলাম জুক্কুর স্ত্রী মোছাঃ রুপালি খাতুন (৪০), একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ রূপালী খাতুন (২৫), সাইদুল ইসলামের স্ত্রী মোছাঃ মোরশেদা খাতুন (৩০), পাবনা জেলার ঈশ্বরদী থানার আটমাইল আজাহারপাড়া গ্রামের রাকিব হোসেনের স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন(২১), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস্ গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে মোছাঃ শাবনুর খাতুন(২০), জামালপুর জেলার ইসলামপুর থানার নতুন পাড়া গ্রামের মোঃ জাহিদের স্ত্রী মোছাঃ আনোয়ার খাতুন (২০), একই থানার মাহমুদপুর নতুনপাড়া গ্রামের শামসুলের স্ত্রী মোছাঃ আনজু খাতুন (৩৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস্ গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী মোছাঃ নাসিমা খাতুন (২৭) ও জামালপুর জেলার ইসলামপুর থানাধীন জহুরুল ইসলাম জক্কু মেয়ে মোছাঃ রিক্তা খাতুন (১৪)।
এ বিষয়ে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর জানান, তাদের একটি সঙ্ঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যাংক ও হাটবাজারে টার্গেট করে পকেট থেকে মানিব্যাগ, মহিলাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। এক জন মহিলা ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার মাধ্যমে দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেলাজতে পাঠানো হয়েছে।
স/মিফা

























