চব্বিশের বইমেলায় বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশ হয়েছে শেরিফ ফারুকীর সায়েন্স ফিকশন অ্যাকোয়াফিয়েন্দ।
বইটি সমুদ্র থেকে উঠে আসা এক দানব নিয়ে। গল্পের মূল চরিত্র রবিন সমুদ্রের এক ভয়াল দানবের সাথে যুদ্ধ করতে গিয়ে দেখে দানবটা মানুষের তৈরি। এমনকি এই দানব প্রভাবিত করতে পারে মানুষের মস্তিষ্ককে।
মেলায় বইটি পাওয়া যাবে জ্যোতি প্রকাশের ৪৩২ নং স্টলে। এটি লেখকের এটি দ্বিতীয় সায়েন্স ফিকশন।
স/মিফা


























