গাজীপুরে শ্রীপুরে ড্রাম ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত ওই কাঁচামাল ব্যবসায়ীর নাম মুঞ্জুর হোসেন মীর (৩৮) । সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর-মাওনা সড়কের বকুলতলা (মাওনা হাইওয়ে থানার) সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মুঞ্জুর শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার শাহাব উদ্দিন মীরের ছেলে। সে শ্রীপুরে বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন। নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে মাওনা চৌরাস্তা কাঁচামালের আড়ত থেকে মালামাল কিনে পিক আপে তুলে মোটরসাইকেলযোগে মাওনা থেকে শ্রীপুর আসছিলেন। সড়কের বকুলতলা এলাকায় আসলে বেপরোয়া গতির ড্রাম ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ড্রাম ট্রাক আটক করলেও দুই থানার রেশারেশিতে অজ্ঞাত এক ব্যক্তি পুলিশ পরিচয়ে জনতার কাছ থেকে ড্রাম ট্রাক ছাড়িয়ে নেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহ জামান জানান, এ দূর্ঘটনার বিষয় অমরা কিছুই জানিনা।























