বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বাঁশখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৮ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়্যারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।























