ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোনাগাজী উপজেলা বীর মুক্তিযোদ্ধারা সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সোনাগাজী উপজেলা পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
৮ মার্চ শুক্রবার সকালে সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুল হাসান। সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা’র সন্তান জহির উদ্দিন মাহমুদ লিপটন, চট্টগ্রাম বিভাগীয় প্রকল্প (এলজিইডি) পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল হক হিরন ও বাংলাাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট শৈবাল দত্ত।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টারের সঞ্চালনায় সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সাবেক কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, কে এম খুরশিদ আলম কমান্ডার।
সংবোর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুক্তিযোদ্ধা’র সন্তান মিজানুর রহমান। লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সোনাগাজী উপজেলা ও ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনায় মাসুদ উদ্দিন চৌধুরী ৭ জানুয়ারি নির্বাচনে উনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা এবং ভোট দিয়ে নির্বাচিত করায় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাান। তিনি বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে ঐক্যবদ্ধ থেকে সোনাগাজীর উন্নয়নে তার পাশে থাকার আহ্বান জানান। তিনি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের বিভিন্ন অভিযোগ শুনেন এবং ভূমিদূস্য ও মাটিদূস্যর ব্যাপারে নিজের কঠোর অবস্থানের কথা জানান। তিনি সব সময় বীর মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবোর্ধনা অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট শৈবাল দত্ত, সহ-সভাপতি শহীদুল আলম, সাংবাদিক আফতাব মমিন, সাংবাদিক ইলিয়াছ সুমন, যুম্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মোসলে উদ্দিন ফারুক ও সাধারন সম্পাদক আইয়ুব খাঁন সবুজ’র নেতৃত্বে সন্তানগণ উপস্থিত ছিলেন।






















