নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি এবং ভোট প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগণকে জানাতে এ ধরনের সভা কার্যকর ভূমিকা রাখবে।
সভায় পোস্টাল ভোটের নিয়মাবলি, ভোটারদের অধিকার ও দায়িত্ব, নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আরও সচেতন করার উদ্যোগ নেয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শু/সবা

























