ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজারের সার ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক ডিলারের সারের দোকানের মজুতকৃত ৬৮টি বস্তায়
কে বা কারা গত বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাতে আগুন দিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।
জানা যায়, ঘটনার দিন রাতে প্রতিদিনের মত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক ডিলারের দুই ছেলে মোহাম্মদ কামাল ও কামরুল ইসলাম কাজল দোকান বন্ধ করে
বাড়ি চলে যান। পরে রাত অনুমান ২টার দিকে কে বা কারা দোকানের বাহিরে তীরপাল দিয়ে ঢেকে রাখা ৬৮টি জিপসাম সারের বস্তায় আগুন ধরিয়ে দেয়।
বাজারের প্রহরী ঘটনা টের পেয়ে তাৎক্ষনিক ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মুহুর্তের মাঝে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মুক্তিযোদ্ধা আব্দুল বারেক ডিলারের বড় ছেলে মোহাম্মদ কামাল জানান, সম্প্রতি মল্লিকবাড়ী বাজার নতুন ভাবে ইজারাদার ডাক পায় স্থানীয় শামছুল হক মেম্বার,
ইসলাম ও আব্দুল হাই গংরা। বৃহস্পতিবার নতুন ওই ইজারাদাররা গরুর হাটে রাস্তা পর্যন্ত বাঁশের খুটি গাঢ়তে থাকে। এটি স্থানীয় চেয়ারম্যানসহ ব্যবসায়ীরা বাধা দেয় এবং তারা বলে আগের জায়গায় যেনো খুঁটি পুতার হয়। কিন্তু নতুন ইজারাদাররা তাদের কারো কথায় শোনেনা। পরে ওই রাতেই কে বা কারা তাদের মজুতকৃত সারের বস্তায় আগুন ধরিয়ে দেয়।
মুক্তিযোদ্ধা আব্দুল বারেক ডিলারের ছোট ছেলে কামরুল ইসলাম কাজল বলেন, ঘটনাটি ভালুকা মডেল থানাকে অবহিত করার পর তারা পরিদর্শন করেছেন। এছাড়া সাবেক এমপি ধনু মহোদয় খবর পেয়ে ঘটনাস্থলে এনে পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তারা লিখিত অভিযোগ করবেন থানায়। স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা ভূঁইয়া জানান, আগুনের ঘটনাটি যদি পাহারাদার তাৎক্ষনিক দেখতে না পেতো, তাহলে আগুন পুরো বাজারেই ছড়িয়ে পড়তো। এতে পুরো বাজার আগুনে পুড়ে ছাই হয়ে যেতো। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।























