মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় দেশের আড়াই লাখ নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে সিলেটে।
গতকাল দুপুরে মানিকপীর সড়কের একটি কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদের সভাপতিত্বে সভায় সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদসহ বিশিষ্ট জনেরা বক্তব্য দেন।
বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে জানুয়ারি ২০২১ এর ডিসেম্বর থেকে ২০২৫ মেয়াদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় ৮০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বেবি কেয়ার, হাউজকিপিং এবং বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স বিষয়ে ২ লাখ ৫৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হবে।






















