১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে গিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের হাতে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষককে স্মরণ করে নানামুখী কর্মসূচির মাধ্যমে কৃষক হত্যা দিবস পালন করেছে বাংলাদেশ কৃষক লীগ।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ কৃষক বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা শেষে কৃষক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

























