বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন) এর পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ মার্চ) অত্র কলেজের নতুন ভবনের ৫০২ নাম্বার কক্ষে প্রায় ৬০ জন বাঁধনকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল।
উক্ত ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন জনাব এ এম এম মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ এবং সম্মানিত শিক্ষক উপদেষ্টা, বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন, ঢাকা সিটি জোনের সম্মানিত উপদেষ্টা, দায়িত্বশীল সহ জোনের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের সম্মানিত উপদেষ্টা, দায়িত্বশীল ও কর্মীগণ। আরও উপস্থিত ছিলেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট এর সম্মানিত উপদেষ্টামন্ডলী, কার্যকরী পরিষদ, সদস্য, কর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ।
এদিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতারের পরে নামাজ শেষে শুরু হয় আলোচনা সভা। এসময় উপস্থিত নবীন কর্মীদের উদ্দেশ্যে বাঁধন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট সহ ঢাকা সিটি জোন ও জোনের বিভিন্ন ইউনিট থেকে আগত সম্মানিত উপদেষ্টা ও দায়িত্বশীলগণ। এছাড়াও নবীনরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সম্মানিত শিক্ষক উপদেষ্টা জনাব এ এম এম মেহেদী হাসান বলেন, “বাঁধনের মতো একটি সংগঠনে সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। বাঁধন মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের কলেজে বর্তমান সক্রিয় সংগঠনগুলোর মধ্যে বাঁধন অন্যতম সক্রিয় একটি সংগঠন। ইনশাআল্লাহ আমার জায়গা থেকে বাঁধনকে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। তোমাদের জন্য শুভকামনা রইলো।”
সভাপতি মোঃ জাহিদ হাসান বলেন, “আজকের এই ইফতার মাহফিলকে আমি মিলনমেলা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবো কারণ। আজ উপস্থিত আছেন আমাদের ইউনিটের প্রায় সকল উপদেষ্টা, বিভিন্ন ইউনিটের উপদেষ্টা, দায়িত্বশীল ও সদস্য সহ আমাদের ইউনিটের একঝাঁক নবীন প্রাণ। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সজীব মিয়া বলেন,
“আমাদের ইফতার মাহফিলে উপদেষ্টা, দায়িত্বশীল, সদস্য, কর্মী ও শুভাকাঙ্ক্ষী মিলে প্রায় ৬০ থেকে ৬৫ জন উপস্থিত ছিলেন। আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ও সুশৃঙ্খল ইফতার মাহফিল উপহার দেওয়ার জন্য।”


























