ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সিকদার ও প্রধান শিক্ষক দিলরুবা পারভীন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মো. আবদুল হালিম। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া একই দিন উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল অনুরুপ কর্মসূচি পালন করেন।
























