ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পাঞ্চল হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিডষ্টোর বাজার আল মদিনা কমপ্লেক্স এলাকায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেছেন, আজকে বিএনপি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের নেতা তারেক রহমান দেশে নাই। ইতোমধ্যে আমাদের নেতা বিভিন্ন ইফতার পার্টিতে স্কাইপিতে কথা বলে দলীয় নেতাকর্মীদের সাহস দিয়ে যাচ্ছেন। আপনারা কেউ মনোবল হারাবেন না। অবশ্যই আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। তিনি বীরের বেশেই এদেশে ফিরে আসবেন।
মোর্শেদ আলম উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমালোচনা করে বলেন, অক্টোবরের ২৮ তারিখের পর ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক বাচ্চু সাহেবকে আপনারা কেউ মাঠে দেখেন নাই। ইদানিং উপজেলা নির্বাচন এসেছে, সেই নির্বাচনের কারণে উনি হঠাৎ করেই ইফতার পার্টির নামে ভালুকার বিভিন্ন ইউনিয়নে উনার পদচারনা দেখা যাচ্ছে। উনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি বিক্রি করেন, পৌরসভায় বিএনপি বিক্রি করেন, উপজেলার মাঝেও বিএনপি বিক্রি করেন। উনি আসছেন আবার দল বিক্রি করার জন্য। যাকে দুর্দিনে পাওয়া যায়না, তার মত নেতা ভালুকার মাটিতে প্রয়োজন নাই। উনি প্রতারক শ্রেণির লোক। কাজেই সাবধান থাকতে হবে আপনাদেরকে যেনো বিক্রি করতে না পারে। তিনি অতীতের মতো ভবিষ্যতেও নেতাকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সোহাগের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক খালেদুজ্জামান তালুকদার হুমায়ন, যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ শহিদুল ইসলাম, নজরুল ইসলাম বিএসসি, রুহুল আমিন, খালেদা নার্গিস, বিএনপি নেতা আলাল উদ্দিন, খলিলুর রহমান, রাশিদা আক্তার, আব্দুর রউফ, দীনা আক্তার, যুবদল নেতা আবু সাঈদ জুয়েল, শ্রমিকদল নেতা সৌমিক হাসান সোহাগ ও সাদ্দাম হোসেন প্রমুখ।






















