প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। গতকাল শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে সাক্ষাৎ করেন তিনি।
গত বছর ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচও’র আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। এর আগে বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করে।
সায়মা ওয়াজেদ ২০১৯ সাল থেকে ডব্লিউএইচও’র মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য এবং অটিজমবিষয়ক উপদেষ্টা এবং সংস্থাটির মানসিক স্বাস্থ্য বিভাগে বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তাকে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


























