উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে ৯২৩টি কেন্দ্রের ৬ হাজার ৪৬৭টি কক্ষে ভোটগ্রহণ হবে। জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির সভায় এ ব্যাপারে চূরান্ত অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, শার্শায় ভোটকেন্দ্র ১০২টি। ভোট কক্ষ ৭৬৩টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৭২৯ ও অস্থায়ী ভোট কক্ষ ৩৪টি। ঝিকরগাছায় ভোট কেন্দ্র ১১০টি। ভোট কক্ষ ৭৩১টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৭০০ ও অস্থায়ী ভোট কক্ষ ৩১টি।
চৌগাছায় ভোট কেন্দ্র ৮১টি। ভোট কক্ষ ৪৯০টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৪৫৬ ও অস্থায়ী ভোট কক্ষ ৩৪টি। সদর উপজেলায় ভোট কেন্দ্র ২১৯টি। ভোট কক্ষ ১৭৩৯টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ১৭১২ ও অস্থায়ী ভোট কক্ষ ২৭টি।
বাঘারপাড়ায় ভোট কেন্দ্র ৭০টি। স্থায়ী ভোট কক্ষ ৫৭৫। অভয়নগরে ভোট কেন্দ্র ৮১টি। ভোট কক্ষ ৫৬৩টি। এরম মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৫৩১ ও অস্থায়ী ভোট কক্ষ ৩২টি।
মনিরামপুরে কেন্দ্র ১৬৫টি। ভোট কক্ষ ৯৭১টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৯২৬ ও অস্থায়ী ভোট কক্ষ ৪৫টি। কেশবপুরে ভোট কেন্দ্র ৯৫টি। ভোট কক্ষ ৬৩৫টি। স্থায়ী ভোট কক্ষ ৫৮০ ও অস্থায়ী ভোট কক্ষ ৫৫টি।
জেলা ভোটকেন্দ্র স্থাপন কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানান, উপজেলা নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলো চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে গেজেট করতে পাঠানো হবে।


























