আগামী ১৯-২৪ এপ্রিল সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তার সফর সঙ্গী থাকবেন ইসি ন্যাশনাল আইডি কার্ড রেজিস্ট্রেশন উইংয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক এবং ডেপুটি সেক্রেটারি শাহ মোহাম্মদ কামরুল হুদা। প্রতিনিধি দলটি ১৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দিবে। দেশে ফিরবে ২৬ এপ্রিল।
এই সফরে ইসির স্ত্রী সালমা সুলতানা এবং সন্তান জারিফ সাফকাত সঙ্গী হবেন। তাদের সব খরচ ইসি ব্যক্তিগতভাবে নিজে বহন করবেন। ইসির ডেপুটি সেক্রেটারি মো. শাহ আলম স্বাক্ষরিত এক নোটিসে এসব তথ্য জানা গেছে।


























