ঝালকাঠির কাঁঠালিয়ায় বীনাপানি বাজার থেকে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) রাত কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার।
আটকৃতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের রত্তন হাওলাদারের ছেলে মোঃ জসিম হাওলাদার (৩৮) , বরগুনা জেলার বামনা উপজেলা সমকাল প্রতিনিধি ও কলাগাছিয়া গ্রামের এম এ মতিনের ছেলে মোঃ মশিউর রহমান জিমি (৩৯), একওই উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত মর্তুজার ছেলে জিসান মাহমুদ (২৪)।
কাঁঠালিয়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন সরকার জানান, জসিম হাওলাদার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ ইতোপূর্বে তাকে গ্রেফতার করার জন্য অনেক বার অভিযান পরিচালনা করেন। গতকাল রাতে বীনাপানি বাজারে বসে বামনা উপজেলার মোঃ মশিউর রহমান জিমি ও জিসান মাহমুদের কাছে ইয়াবা বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
























