মঙ্গলবার (০২ এপ্রিল ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৭ মার্চ ২০২৪ তারিখ এফ ভি “শিফা”নামক একটি ফিশিং ট্রলার চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে এবং গত ২৯ মার্চ ২০২৪ তারিখ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্ক এর আওয়াতায় আসলে ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের নিকট সহায়তা চায়। অতঃপর নিয়মিত টহল কার্যে অপারেশন সুরক্ষায় নিয়োজিত থাকা কোস্ট গার্ড জাহাজ “সবুজ বাংলা” কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন গত ০১ এপ্রিল আনুমানিক ১৮০০ ঘটিকায় কুতুবদিয়া লাইট হাউজ থেকে আনুমানিক ০৯ নটিক্যাল মাইল গভীরে সমুদ্র হতে ভাসমান ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ বোটসহ চট্রগ্রামের আনোয়ারা উপকূলে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
























