যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাইলি শহর থেকে ঘোষণা দেওয়া হয়েছে, একই নামের মানুষদের জড়ো করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে আবার তারা উদ্যোগে নিচ্ছে। এবার যাদের জড়ো করা হবে, তাদের নাম আর এ শহরের নাম একই। অর্থাৎ সব কাইলি নামের মানুষকে একসঙ্গে জড়ো করা হবে। এ আয়োজনের আনুষ্ঠানিক নাম হবে ‘গেদারিং অব দ্য কাইলিস’ বা ‘কাইলিদের জমায়েত’।
কাইলি শহরের আয়োজক সংগঠন গেদারিং অব দ্য কাইলিস-এর এক কর্মকর্তা বলেন, গত বছর এ শহর থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার একটি চেষ্টা করা হয়েছিল। কাইলি নামের ১ হাজার ৯০ ব্যক্তিকে তারা এ আয়োজনে হাজির করতে সক্ষম হয়েছিলেন; কিন্তু গতবার সেই আয়োজন সফল হয়নি। এবার কাইলি মেলার অংশ হিসেবে আগামী ১৮ মে বেলা ১টায় আবার কাইলিদের জমায়েত করা হবে।
নামের প্রথমাংশ একই, এমন ব্যক্তিদের জড়ো করার ক্ষেত্রে বর্তমান রেকর্ডের মালিক বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপের এ দেশে ২০১৭ সালের ৩০ জুলাই ‘ইভান’ নামের ব্যক্তিদের জমায়েত করা হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন ২৩২৫ জন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ‘রায়ান রোডিও’ নামের একটি আয়োজক সংগঠন ‘রায়ান’ নামের ব্যক্তিদের জড়ো করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার চেষ্টা করেছিল; কিন্তু কিছু ব্যক্তি কম থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।


























