➤অলিম্পিক ভণ্ডুলের চেষ্টায় রাশিয়া : ম্যাক্রো
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রস্তভে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ছয়টি প্লেন ধ্বংস করেছে ইউক্রেন। দেশটির হামলায় আরো আটটি রাশিয়ান প্লেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া অলিম্পিক ভণ্ডুলের চেষ্টায় রাশিয়া অপপ্রচার চালাচ্ছে।
গতকাল কিয়েভের একটি নিরাপত্তা সূত্র সংবাদ জানিয়েছে, ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা সার্ভিস ও সামরিক বাহিনীর হামলায় মোরোজোভস্ক বিমানঘাঁটিতে থাকা অন্তত ছয়টি রাশিয়ান সামরিক প্লেন ধ্বংস ও আরো আটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিন আগে রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। ফ্রন্টলাইন থেকে ৮০০ মাইল দূরের ওই তেল শোধনাগারটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যে ইউনিটে ড্রোনটি আঘাত হানে সেটিতে দৈনিক প্রায় এক লাখ ৫৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়া করা যায়। প্রকাশিত ছবিতে দেখা যায়, ড্রোনটি শোধনাগারের প্রাথমিক পরিশোধন ইউনিটে আঘাত হানে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। তাছাড়া উৎপাদন ব্যবস্থায়ও কোনো প্রভাব পড়েনি। সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এর বিপরীতে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইউক্রেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অলিম্পিক সুইমিং সেন্টারের উদ্বোধনের সময় রাশিয়া এই গেমসকে টার্গেট করছে কি না এমনটি জানতে চান সাংবাদিকরা। জবাবে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, কোনো সন্দেহ নেই, তথ্যের ক্ষেত্রসহ (সবভাবে)। প্রতিদিন (রাশিয়া) গল্প সামনে আনছে, আমরা এটি বা এমন কিছু করতে অক্ষম, যেনো (গেমস) ঝুঁকির মধ্যে পড়ে যায়।
ফরাসি সরকার বলেছে, রাশিয়া সম্প্রতি ফ্রান্সের বিরুদ্ধে প্রোপাগান্ডা আক্রমণ জোরদার করেছে। আর এসব গুজব ও বিভ্রান্তি ছড়াতে সোস্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।
টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি রাশিয়াকে হারাতে তিনি শেষ পর্যন্ত কিয়েভের পক্ষে যুদ্ধ করার জন্য ফরাসি সৈন্য পাঠানোর বিষয়টিও উড়িয়ে দিতে অস্বীকার করেন না।

























