১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নৌপথে ঈদযাত্রায় কালবৈশাখী সতর্কতা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৫ নির্দেশনা

এবার ঈদুল ফিতর উপলক্ষে নৌ-পথে যাত্রী সাধারণে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে কালবৈশাখী ঝড় মোকাবেলায় বিশেষ সতর্কতা জারির সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে যাত্রীবাহী লঞ্চে কিশোরগ্যাং এবং সদরঘাটসহ দেশের নদীবন্দরগুলোতে জুয়াড়িদের উপদ্রব ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্তি যাত্রী পরিবহন ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নৌ পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এবার ঈদুল ফিতর যেহেতু কালবৈশাখী মৌসুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে এই ঝড় যাতে নৌপথে যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে না দাঁড়ায় সে’লক্ষ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মুন্সিগঞ্জের ডিসি লঞ্চের মধ্যে কিশোরগ্যাং-এর মাধ্যমে যাত্রীদের চুরি, ডাকাতির শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা’র সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, বর্তমানে টার্মিনালগুলোতে জুয়াড়িদের  দ্বারা যাত্রীদের সর্বশান্ত হওয়ার ঘটনাও বেড়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেন, নৌপথে ঈদযাত্রায় জরুরি প্রয়োজনে এবং সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডাব্লিউটিএ’র হটলাইন নম্বর ‘১৬১১৩’ এর সাথে জাতীয় হেল্পলাইন নম্বর ‘৯৯৯’-কে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর রাখতে চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বেশ কিছু নির্দেশনা এসেছে।

 

কালবৈশাখী মোকাবেলায় গৃহীত সিদ্ধান্ত :
আবহাওয়া সংকেত অনুসরণ করে অধিকতর সতর্কতার সাথে নৌযান পরিচালনা করতে হবে; এই সতর্কতার বিষয়ে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে; লিফলেট ও তথ্যচিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় ও আবহাওয়া সতর্ক সংকেতের (সমুদ্র ও নদী সতর্কতা সংকেতের পার্থক্য) বিষয়ে যাত্রীদের সুস্পষ্ট ধারণা প্রদান করতে হবে। সদরঘাট টার্মিনালে স্থাপিত কর্তৃপক্ষের হটলাইন নাম্বারের কলসেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা আবহাওয়া সংকেত সংগ্রহ ও প্রচারের জন্য ঢাকা নদী বন্দরের একজন কর্মকর্তা/কর্মচারিকে দায়িত্ব প্রদান করতে হবে; নৌপথে অনাকাঙ্খিত দুর্ঘটনায় প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকারী জলযান প্রস্তত রাখতে হবে।

জনপ্রিয় সংবাদ

নৌপথে ঈদযাত্রায় কালবৈশাখী সতর্কতা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৫ নির্দেশনা

আপডেট সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

এবার ঈদুল ফিতর উপলক্ষে নৌ-পথে যাত্রী সাধারণে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে কালবৈশাখী ঝড় মোকাবেলায় বিশেষ সতর্কতা জারির সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে যাত্রীবাহী লঞ্চে কিশোরগ্যাং এবং সদরঘাটসহ দেশের নদীবন্দরগুলোতে জুয়াড়িদের উপদ্রব ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্তি যাত্রী পরিবহন ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নৌ পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এবার ঈদুল ফিতর যেহেতু কালবৈশাখী মৌসুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে এই ঝড় যাতে নৌপথে যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে না দাঁড়ায় সে’লক্ষ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মুন্সিগঞ্জের ডিসি লঞ্চের মধ্যে কিশোরগ্যাং-এর মাধ্যমে যাত্রীদের চুরি, ডাকাতির শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা’র সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, বর্তমানে টার্মিনালগুলোতে জুয়াড়িদের  দ্বারা যাত্রীদের সর্বশান্ত হওয়ার ঘটনাও বেড়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেন, নৌপথে ঈদযাত্রায় জরুরি প্রয়োজনে এবং সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডাব্লিউটিএ’র হটলাইন নম্বর ‘১৬১১৩’ এর সাথে জাতীয় হেল্পলাইন নম্বর ‘৯৯৯’-কে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর রাখতে চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বেশ কিছু নির্দেশনা এসেছে।

 

কালবৈশাখী মোকাবেলায় গৃহীত সিদ্ধান্ত :
আবহাওয়া সংকেত অনুসরণ করে অধিকতর সতর্কতার সাথে নৌযান পরিচালনা করতে হবে; এই সতর্কতার বিষয়ে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে; লিফলেট ও তথ্যচিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় ও আবহাওয়া সতর্ক সংকেতের (সমুদ্র ও নদী সতর্কতা সংকেতের পার্থক্য) বিষয়ে যাত্রীদের সুস্পষ্ট ধারণা প্রদান করতে হবে। সদরঘাট টার্মিনালে স্থাপিত কর্তৃপক্ষের হটলাইন নাম্বারের কলসেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা আবহাওয়া সংকেত সংগ্রহ ও প্রচারের জন্য ঢাকা নদী বন্দরের একজন কর্মকর্তা/কর্মচারিকে দায়িত্ব প্রদান করতে হবে; নৌপথে অনাকাঙ্খিত দুর্ঘটনায় প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকারী জলযান প্রস্তত রাখতে হবে।