শেরপুরের নালিতাবাড়ীতে ০৪ গ্রাম হেরোইন সহ আব্দুল হালিম ও সুমন নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) রাত ১১ঃ৩০ মিনিটে উপজেলার দক্ষিন নাকসি এলাকা থেকে চার গ্রাম হেরোইন সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার দক্ষিণ নাকসি এলাকার মোঃ আঃ হালিম(৩৮) পিতা আবু বক্কর সিদ্দিক ও অন্যজন শেরপুর সদরের বটতলা এলাকার মোঃ সুমন (২৮) পিতা- মৃত মোহাম্মদ আলী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ নাকসি এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আব্দুল হালিম ও সুমন ‘কে ০৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।























