ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে সড়ক রেল ও নৌপথে পৃথক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ৮২ জনের প্রাণহানি ঘটেছে। সদরঘাটের দুর্ঘটনায় দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। গ্রেপ্তার ৫ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক যাত্রী-পথচারী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে সারা দেশ থেকে আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
ঢাকা
গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় মো. রেজাউল (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের বন্ধু মো. ফারুক জানান, রেজাউল পেশায় রিকশাচালক। রাতে এক জরুরি কাজে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ইজিবাইকে করে যাচ্ছিলেন। এসময় রাস্তায় সিটি করপোরেশনের একটি গাড়ি ইজিবাইককে ধাক্কা দিলে রেজাউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত রেজাউলের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর এলাকায়। তার বাবার নাম মো. আমির আলী। এদিকে গত ১১ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ডেমরার কোনাপাড়ার বামৈল নামক এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ভগ্নিপতি শাহ আলম বলেন, ঘটনার সময় মোটরসাইকেল নিয়ে আমার শ্যালকসহ আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এসময় কোনাপাড়ার বামৈল মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা দুজনই গুরুতর আহত হই। পরে আহত অবস্থায় পুলিশ আমাদের ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, চঞ্চলের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায়। একইদিন বিকাল ৩টার দিকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ গোলচত্বর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় (২৭) এক নারী নিহত হয়েছেন। গত ১০ এপ্রিল রাতে রাজধানী উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মোছা. তানজিলা আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহতের স্বামী সাইফুল বলেন, আমরা মার্কেটে কেনাকাটা শেষ করে বাসায় ফেরার পথে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস আমার স্ত্রীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত প্রথমে তাকে এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, বর্তমানে তারা রায়েরবাগের খানকায়ে শরীফ এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশি¬ষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরো জানান, একদিনে রাজধানীতে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় শতাধিক আরোহী আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে গত ৯ এপ্রিল বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওমুখী সড়কে যাত্রী নেওয়ার জন্য দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার। তিনি বলেন, দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে সেফটি পরিবহনের (গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) একটি বাস মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গত ১২ এপ্রিল রাত ১০টার দিকে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ খাইরুল হাসান দিহান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিহান দনিয়া কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মানিকনগর ওয়াশা রোডের ৬৬/বি নম্বর বাসার কামরুল হাসানের সন্তান।
সদরঘাট
গত ১০ এপ্রিল বিকাল ৩টায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে দড়ি ছিড়ে ৫ যাত্রী নিহত হয়। জানা গেছে, নোঙর করে রাখা লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চটিতে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ১ জন নারী, ১ জন শিশু ও ৩ জন পুরুষ।
ফায়ার সার্ভিস জানায়, সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ লঞ্চ দুটি রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাশরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এসময় লঞ্চে উঠতে গিয়ে গুরুতর আহত হয় ৫ জন। তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। লঞ্চের রশি ছিঁড়ে যাত্রীদের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া হবে বলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন।
শরীয়তপুর
গত ১৪ এপ্রিল দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চর চিকন্দি প্রাইমারি স্কুলের সামনের পাকা রাস্তায় ভাগ্নির বিয়েতে যাওয়ার জন্য রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মামা নিরব মাদবর। নিহত নিরব মাদবর (২৫) উপজেলার চিকন্দি ইউনিয়নের আবুড়া গ্রামের ইসহাক মাদবরের ছেলে। পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর
গতকাল সোমবার বিকাল ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ইউনিয়নের শেওড়াতলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শফিউদ্দিন ও রায়হান নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। উপজেলার আটাবহ এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উদ্দিন (১৮) আশুলিয়ার গোয়াইলবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে ও রায়হান (২০) একই গ্রামের নুরুল আমিনের ছেলে। এর আগে গত ১৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ
গত ৯ এপ্রিল ভোর থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তারা। সড়ক দুর্ঘটনায় সদরে তিনজন, ত্রিশালে চারজন ও তারাকান্দায় একজন নিহত হয়েছেন। এর আগে গত ৮ এপ্রিল ভোরে ময়মনসিংহের নান্দাইলের নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) ও একই জেলার সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)
জামালপুর
গত ১৩ এপ্রিল রাত ৯টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিবাগ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন গোলাম মোস্তফা আজাদ নামে ৬০ বছর বয়সি এক আইনজীবী।
ঝিনাইদহ
গত ৮ এপ্রিল ভোর ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ঝিনাইদহের কালীগঞ্জে মেইন বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় ব্যাংক ম্যানেজার মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ
গত ৭ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় পিকআপভ্যান উল্টে রেহানা খাতুন নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ বিষয়টি নিশ্চিত করেন।
নরসিংদী
গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলায় মাধবদীর টাটাপাড়া এলাকায় মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানিয়েছে, দুর্ঘটনায় চারজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নরসিংদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। এরপর দিন ১১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নারায়ণগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকার শাহিন (২৩) ও সানি (২২) নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়া
গত ১১ এপ্রিল সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইউসুফ আলি মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে সড়ক দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম
গত ৯ এপ্রিল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী শীতলপুর এলাকায় চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গত ১২ এপ্রিল বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একইদিন চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত ১৩ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১২ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. জানে আলম চৌধুরী (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের সুফিয়ারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা
গত ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল
গত ৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে খাঞ্জাপুর বটতলা এলাকায় বাসচাপায় উজ্জ্বল সরদারসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরজন দ্বীন ইসলাম (১৮) বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসিন্দা।
শেরপুর (বগুড়া)
গত ১৪ এপ্রিল দিবাগত রাত সোয়া ৩টার দিকে বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে মহাসড়কে ছিটকে পড়ে বাসের হেলপার নিহত হয়েছেন।
রাজশাহী
গত ১১ ও ১২ এপ্রিল রাজশাহীতে ঈদের দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা সবাই বয়সে তরুণ। নিহতরা হলেন- পবা উপজেলার কয়রা গ্রামের সাধু মিয়ার ছেলে শান্ত হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফাহিম ইসলাম (২০)। অপর আরেকজনের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে। এর মধ্যে শান্ত ও ফাহিম বৃহস্পতিবার (১১ এপ্রিল) ও আজিজুল শুক্রবার (১২ এপ্রিল) মারা যান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, ঈদের দিন দুই বন্ধুসহ আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। নগরীর বুধপাড়া ফ্লাইওভারের কাছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুইজনই গিয়ে সড়ক বিভাজকের কাছে গিয়ে ধাক্কা খান। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে শান্ত মারা যান। ফাহিম রাতে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে গত ১২ এপ্রিল সকাল ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বেলপুকুর থেকে একটি ট্রাক নিয়ে এসেছিলেন বেশ কিছু যুবক। ট্রাকে সাউন্ডবক্স ছিল। ট্রাকটিতে আজিজুল মাথা বের করে ছিলেন। এসময় রাজশাহীগামী একটি বাসের সঙ্গে তার মাথা বাড়ি খায়। দ্রুত তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট
গত ১২ এপ্রিল রাত ৮টায় সিলেটের জকিগঞ্জে সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজারের মাতিউরা ইউনিয়নের মিনারাইগ্রামের রাজু আহমদের ছেলে ফুয়াদ আহমদ (১৭)।
কলাপাড়া (পটুয়াখালী)
গত ১৩ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও চারজন।
রংপুর
গত ১২ এপ্রিল রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর শলেয়শাহ এলাকায় মাহিন্দ্রার ধাক্কায় শুভ রায় (২৪) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুভ রায় রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
হিলি (দিনাজপুর)
গত ৯ এপ্রিল রেলা ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর-ডাঙ্গাপাড়া আঞ্চলিক সড়কের মণ্ডপ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতিয়ার রহমান নামের এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও
গত ১৩ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার দৌলতপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- বেগুনবাড়ি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) ও ওই এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪)।
নাটোর
গত ১২ এপ্রিল রাত ৮টায় নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
পটুয়াখালী
গত ১২ এপ্রিল রাত ৮টায় পটুয়াখালীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ফকির (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পটুয়াখালী সদর থানার এসআই মনিন্দ্র বলেন, ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত জাহিদুল ফকিরের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকেরচালক ও হেলপারকে আটক করা যায়নি।
কিশোরগঞ্জ
গত ১৩ এপ্রিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিন জন। এ দুর্ঘটনায় লিজা (২৩) নামে এক নারী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার বরাটিয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম (২১) নামের এক যুবক মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও পরবর্তীতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরীফ মিয়া (২৫) নামে অপর একজন মারা যান। নিহত নাঈম উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহীদুল¬ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। অপরদিকে শরীফ মিয়া পৌর সদরের পাইকলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌরসদর বাজারে বাবার সঙ্গে ফলের ব্যবসা করতেন।
চুয়াডাঙ্গা
গত ১৪ এপ্রিল সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় ইখতার মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দায়িত্বরত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আহসান কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ এপ্রিল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেনÑ ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের সেন্টু মিয়ার ছেলের খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮)। আহত সজিব আলী (১৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত ১২ এপ্রিল চুয়াডাঙ্গায় ঈদের দিন বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শামীম (১৭) নামে এক কিশোর। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ¬ব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইল
গত ১৩ এপ্রিল রাতে নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। একইদিন নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে নড়াইল-ঢাকা মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জাফর হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।
পঞ্চগড়
গত ১১ এপ্রিল পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন, উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনু রহমানের ছেলে সাব্বির (২২) ও একই এলাকার হজরত আলীর ছেলে বরকত (১৭)।
খাগড়াছড়ি
গত ১১ এপ্রিল খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার বটতলী ও বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন, আলী হোসেন (১৭) ও মেহেদী হাসান পায়েল (২০)। তারা দুজন মোটরসাইকেল আরোহী। আলী হোসেন গুইমারা বাজারের মুরগি ব্যবসায়ী হারুনুর রশীদের ছেলে ও বড়পিলাক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মেহেদী হাসান পায়েল।
রেললাইনে বসে ফোনে কথা বলাই কাল হলো তার।
অভয়নগর (যশোর)
গত ১২ এপ্রিল রাতে নওয়াপাড়া গ্রামের মহাশ্মশানের পাশে রেললাইনের পরে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম শহিদ মোল্যা (৪৮)। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের ইসারত মোল্যার ছেলে। শহিদ এমভি নয়ন শোভন-১ জাহাজে বাবুর্চির কাজ করতেন।
























