গোপালগঞ্জের ডমুরিয়া টুঙ্গিপাড়া শাখা গ্রামীণ ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোপালগঞ্জে দুর্নীতি দমনের জেলা কার্যালয় উদ্বোধনের পর এটিই প্রথম মামলা।
গতকাল মঙ্গলবার ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করার দায়ে এ মামলা করা হয়েছে। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক।
মামলার আসামিরা হলেন-অসীম বৈদ্য, সজল কুমার মজুমদার ও শেখ নাজমুল ইসলাম। আসামিরা সবাই ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার কর্মকর্তা। মামলা সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের ওই শাখার ১৪ জন সদস্য কৌশলে বিভিন্ন গ্রাহকের স্বাক্ষর নিয়ে ঋণ বাবদ অর্থ উত্তোলন করে ঋণগ্রহীতাদের দেয়নি। এছাড়া গ্রাহকদের নিকট থেকে কিস্তির টাকা আদায়পূর্বক ব্যাংকে জমা না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে আত্মসাৎ করেন আসামিরা।
দীর্ঘ তদন্ত শেষে এসব অফিসারের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
























