অনুষ্ঠান শেষে এমপির অনুরোধ প্রাণি সম্পদ কর্মকর্তাকে গান গাইতে হবে। প্রথমে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই কর্মকর্তা। পরে কি আর করা স্বয়ং এমপি যেখানে অনুরোধ করেছেন সেখানে তাকে কি আর না করার জু আছে। গাইতেই হল ওই কর্মকর্তাকে গান। একটি গান করার পর আরেকটি গানের রিকয়েস্ট এমপির। গানের ফাঁকে ফাঁকে আনন্দ উপভোগ করলেন এমপি নিজেও। প্রাণি সম্পদ কর্মকর্তার গান শোনে উপস্থিত দর্শকরাও অবাক। অনেক দর্শকরা গান শোনে মুগ্ধ হয়েছে উল্লাস করতে দেখা গেছে।
ভালুকা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান বলেন, এমপির রিকয়েস্ট গান গাইতে হবে। প্রথমে কিছুটা বিব্রত হয়ে পড়েছিলাম। এমপি স্যারের কাছ থেকে এমন একটি রিকয়েস্ট সত্যিই অন্যরকম লাগছিল। পরে একটি গান গাওয়ার পর যখন উপস্থিত সকলে হাতে তালি দিয়ে উৎসাহিত করলো তখন বেশ আনন্দিত হয়েছি। তাছাড়া এমপি স্যার নিজেও বেশ উপভোগ করেছেন ওই কর্মকর্তার গান। তিনি আরও বলেন, চাকরির পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে সংগীত চর্চা করে আসছি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বড় জাতের ষাড়, গাভী, মহিষ, ঘোড়া, উন্নত জাতের ভেড়া, ছাগল, গাড়ল, রাজহাঁস, চিনা হাঁস, সৌখিন পাখি, মুরগি, খরগোশ, প্যাট অ্যানিমেল, প্রাণির বিভিন্ন ওষুধ সামগ্রী, কৃত্রিম প্রজনন, ডিম ফোটানোর মেশিন (ইনকিভিউটার), অ্যাকুরিয়াম ও ঘাসের স্টলসহ মোট ৪১টি স্টল মেলায় স্থান পায়। মেলাটি সকাল ১০টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আলহাজ¦ এম এ ওয়াহেদ অনুষ্ঠান স্থলে পৌছান বেলা সাড়ে ১২টার দিকে। এমপি এসেই মেলার বিভিন্ন প্রাণির স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। পরে মেলার সভা মে যোগদান করেন।
এমপি ওয়াহেদ বলেন, আমি দুই/আড়াই মাস হল এমপি নির্বাচিত হয়েছি। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন সমস্যাগুলো মানুষদের কাছ থেকে জানতে পারছি। আমাকে সময় দিতে হবে। আমি পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো। আমার আগে যারা এ আসনের দায়িত্বে ছিলেন, তারা কি করেছেন এলাকায় ড়েলে এটি জনগণই আমাকে বলে।
তিনি আরও বলেন, যারা বেকার যুবক কিংবা যেসব নারী পুরুষ অলস সময় পার করেন তারা হাঁসমুরগি ও গবাদি পশুপাখি পালন করে নিজেদের ভাগ্যন্নোয়ন করতে পারেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজন রয়েছেন। যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে প্রাণি কর্মকর্তাগন সহযোগিতা করবে। খামার গড়তে সবরকম পরামর্শ দিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ ও খামারী মকবুল হোসেন প্রমুখ।
























