চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ২১ এপ্রিল দায়িত্ব পান নতুন প্রক্টর ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ অহিদুল আলম। তার সাথে প্রক্টরিয়াল বডিতে একযোগে যুক্ত হলেন আরও ৫ জন সহকারী প্রক্টর।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) হারুন রশিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
সহকারী প্রক্টরের দায়িত্ব পাওয়া পাঁচ জন হলেন—ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক নীল,সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড.লিটন মিত্র,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান।
দায়িত্ব পাওয়ার পর শুভেচ্ছা বিনিময়কালে সহকারী প্রক্টর রিফাত রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।


























