ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাবেক এমপি (নৌকা মনোনীত) আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনুর ছোট ভাই জসিম উদ্দিন আহমেদের মালিকানাধীন একটি পার্টি সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বাদ আছর ভালুকা পৌরসভার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার অ্যান্ড ফাস্টফুট কর্ণার নামে ওই প্রতিষ্ঠানটি চালু করা হয়।
পার্টি সেন্টারের মালিক জসিম উদ্দিন আহমেদ জানান, বিয়ে বৌ-ভাত, জন্মদিন, সুন্নতে খাৎনা, সভা-সেমিনারসহ সকল প্রকার সামাজিক অনুষ্ঠান করা যাবে এখানে। শীততপ নিয়ন্ত্রিত এবং চাহিদা অনুযায়ী আধুনিক ডিজাইনে সকল সুবিধা রয়েছে এ পার্টি সেন্টারে। তাছাড়া নিয়মিত ফাস্টফুডে থাকছে পিজ্জা, বার্গার, সেন্ডউইজ, হটডগ, লাচ্চি, কফি ও ফালুদাসহ নানা খাবার আইটেম।
উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মন্ডল, ব্যবসায়ী মজিবর রহমান মল্লিক, মোখলেছুর রহমান, আকরাম আলী খোকা, আসাদুজ্জামান পাপ্পু, শফিকুল ইসলাম রাজকুমার ও মাওলানা মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।























