০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সারা দেশে ৫ দিনে ৪০ মৃত্যু

হিট স্ট্রোকে শিক্ষক-শিক্ষার্থীসহ আরো ৭ মৃত্যু

আরো তিন দিন হিট অ্যালার্ট

হিট অ্যালার্টের (তাপদাহের সতর্কবার্তা) মেয়াদ বাড়ছে আরো তিন দিন। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, আমরা এর আগে তিন দিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে। আগামীকাল থেকে আরো তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপদাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।

 

তিনি বলেন, আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে।

 

এদিকে হিট স্ট্রোকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। আর গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ৫ দিনে সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছে ৪০ জনের বেশি।

 

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য মারা গেছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। রাজবাড়ীর গোয়ালন্দে তীব্র গরমে হিট স্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

 

বগুড়ার শেরপুর উপজেলায় হিট স্ট্রোকে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মরহুম আব্দুস সোবহানের ছেলে।

 

 

 

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ক্ষেতে কাজ করতে গিয়ে সামশুল আলম (৬০) নামের এক কৃষক হিট স্ট্রোক করে মারা গেছেন। গতকাল দুপুর ১টার দিকে লোহাগাড়ার চুনতি কুলপাগলী এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনার তালতলীতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে মো. নয়া মিয়া ফকির (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. নয়া মিয়া ফকির একই গ্রামের আমির আলী ফকিরের ছেলে। ভোলার চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোটরসাইকেল ড্রাইভার মিরাজ (২৭) নামে এক যুবক হিট স্ট্রোকে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। মৃতের বাবা রফিকুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টায় প্রচণ্ড রৌদের তাপে সে হঠাৎ ঘুরে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। সে ৩ সন্তানের জনক। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাত। কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালের দিকে উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে তিনি মারা যান।

জনপ্রিয় সংবাদ

সারা দেশে ৫ দিনে ৪০ মৃত্যু

হিট স্ট্রোকে শিক্ষক-শিক্ষার্থীসহ আরো ৭ মৃত্যু

আপডেট সময় : ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

হিট অ্যালার্টের (তাপদাহের সতর্কবার্তা) মেয়াদ বাড়ছে আরো তিন দিন। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, আমরা এর আগে তিন দিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে। আগামীকাল থেকে আরো তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপদাহ দূর হওয়ার সম্ভাবনা নেই।

 

তিনি বলেন, আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে।

 

এদিকে হিট স্ট্রোকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। আর গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত ৫ দিনে সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছে ৪০ জনের বেশি।

 

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য মারা গেছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। রাজবাড়ীর গোয়ালন্দে তীব্র গরমে হিট স্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

 

বগুড়ার শেরপুর উপজেলায় হিট স্ট্রোকে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের মরহুম আব্দুস সোবহানের ছেলে।

 

 

 

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ক্ষেতে কাজ করতে গিয়ে সামশুল আলম (৬০) নামের এক কৃষক হিট স্ট্রোক করে মারা গেছেন। গতকাল দুপুর ১টার দিকে লোহাগাড়ার চুনতি কুলপাগলী এলাকায় এ ঘটনা ঘটে। বরগুনার তালতলীতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে মো. নয়া মিয়া ফকির (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. নয়া মিয়া ফকির একই গ্রামের আমির আলী ফকিরের ছেলে। ভোলার চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোটরসাইকেল ড্রাইভার মিরাজ (২৭) নামে এক যুবক হিট স্ট্রোকে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। মৃতের বাবা রফিকুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টায় প্রচণ্ড রৌদের তাপে সে হঠাৎ ঘুরে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। সে ৩ সন্তানের জনক। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাত। কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালের দিকে উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে তিনি মারা যান।