বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, কারাগারে খালেদা জিয়াকে দীর্ঘদিন যেভাবে নির্যাতনের শিকার করা হয়েছে, তা না হলে হয়তো তাকে এত দ্রুত হারাতে হতো না। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক রায়ে তাকে কারাবন্দি করা হয়েছিল, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল ও রিভিউ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, বেগম জিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছে, এক দিনের সরকারি ছুটি থাকবে এবং দেশের সব দূতাবাসে শোক বই খোলা হবে।
আইন উপদেষ্টা জানান, বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর বেগম খালেদা জিয়াকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বিএনপি ও দলটির মিডিয়া সেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সংকটময় সময় পার করছিলেন।
১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষা খাতে সংস্কার এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপসহীন রাজনৈতিক সংগ্রামের কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।
২০১৮ সালে একটি বিতর্কিত মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলেও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি সব মামলায় খালাস পান।
শু/সবা

























