রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাল জন্ম সনদে বাল্য বিয়ের প্রস্তুতি গ্রহণ করায় মেয়ের মামা কার্তিক দেবনাথকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। কার্তিক দেবনাথ উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত শুভ দেবনাথের ছেলে।
রবিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান এ জরিমানা করেন।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান বলেন, রবিবার রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে বাল্য বিয়ের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে মেয়ের পরিবার একটি জন্ম সনদ দেখিয়ে মেয়েটিকে প্রাপ্ত বয়স্ক দাবি করেন। এ অবস্থায় মেয়েকে দেখে সন্দেহ হলে সনদটি পর্যবেক্ষণ করে দেখা যায় সনদটি জাল। এ অবস্থায় মেয়ের পরিবারকে পূনরায় জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, জন্ম সনদটি একই এলাকার মালেক মিয়ার ছেলে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুর আহম্মেদ আল মাসুদ মিয়া ৫০০ টাকার বিনিময়ে তৈরি করে দেন। এ ক্ষেত্রে এ জাল সনদটি ব্যবহার করে ওই মেয়েকে প্রাপ্ত বয়স্ক হিসাবে দেখানো হয়েছে।
এ বিষয়ে মেয়ের মামা আইন অমান্যের কথা স্বীকার করেন। যে কারণে মেয়ের মামাকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জাল সনদ তৈরিতে সহায়তাকারী মাসুদ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনকে বলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
























