নেত্রকোণা সদর উপজেলা ১১নং কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে গাঁজাসহ চেয়ারম্যানের ভাতিজা মাদক ব্যবসায়ী মোঃ শাহিন খানকে (৪৬) আটক করেছে নেত্রকোণা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নিজবাড়ি এলাকায় চৌচালা টিটশেড মনোহারি দোকান থেকে ২১০ গ্রাম গাঁজা, সাদা কাগজে মোঁড়ানো পাঁচ পুড়িয়া গাঁজা, গাঁজা মাপার একটি ডিডিটাল স্কেল, একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মোঃ শাহীন খান নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের ছেওপুর গ্রামের মৃত নবী নেওয়াজ খানের ছেলে এবং একই ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খানের আপন ভাতিজা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন। এর আগে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপপরিদর্শক আজগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মোঃ শাহীন খানকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।পরিদর্শক আল আমিন জানান, আটক মাদক ব্যবসায়ী শাহীনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের ও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃত আসামিকে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হবে।ইতোপূর্বে মোঃ শাহীন মাদক মামলায় দন্ড ভোগ করে জেল থেকে বের হন।
চাচা চেয়ারম্যান হওয়ার সুবাধে নির্ভয়ে ছেওপুর গ্রামে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে মাদক গাঁজা কেনা-বেচার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার ভাই ভুট্টো এ পেশার সাথে জড়িত।
























