ময়মনসিংহ দীর্ঘদিন জাতীয়পাটির কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার ৯ মে দুপুরে নগরের ইতিকথা কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয়পাটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক আবু মো: মুসা সরকার এর সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় পরিচিত সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন সংগঠনকে গতিশীল করার জন্য । আহবায়ক আবু মো: মুসা সরকার সদরের সকল ইউনিয়নে তিনি নিজে উপস্থিত থেকে কমিটি গঠন করবেন বলে নেতাকর্মীদের জানান।
এসময় বক্তব্য রাখেন জেলা জাতীয়পাটির যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম তপন, সাবেক যুব বিষয়ক আফজাল হোসেন হারুন, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দিন, সদর উপজেলা যুগ্মআহবায়ক শহিদুল ইসলাম,কাউসার আলম, ডা: নারায়ন দেবনাথ, শেখ ফালা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

























