০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একদিনের সফরে শুক্রবার সকালে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১০টা ৬ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সেখানে ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, পঁচাত্তরের ১৫ অগাস্ট শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, জুয়েলের স্ত্রী সাহানা ইয়াসমিন শম্পাসহ পরিবারে সদস্য, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং পুলিশ সুপার আল-বেলী আফিফা উপস্থিত ছিলেন।

এর আগে একদিনের সফরে সকাল ৭টার পর গণভবন থেকে সড়ক পথে রওনা হয়ে ৯টা ৫৭ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেতা-কর্মীরা।

সফরে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় দাঁড়িয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখানে সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১২:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একদিনের সফরে শুক্রবার সকালে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১০টা ৬ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সেখানে ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, পঁচাত্তরের ১৫ অগাস্ট শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, জুয়েলের স্ত্রী সাহানা ইয়াসমিন শম্পাসহ পরিবারে সদস্য, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং পুলিশ সুপার আল-বেলী আফিফা উপস্থিত ছিলেন।

এর আগে একদিনের সফরে সকাল ৭টার পর গণভবন থেকে সড়ক পথে রওনা হয়ে ৯টা ৫৭ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেতা-কর্মীরা।

সফরে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় দাঁড়িয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

সেখানে সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।