১২ মে রবিবার এসএসসির পরীক্ষার ফলাফল ৪,৮৯ পয়েন্ট পেয়ে ও, সে গোল্ডেন প্লাস, না পাওয়ায় নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সের রাফসান জানী এমিল নামে এক ছাত্র । ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাংগালীপুরের দারুলউলুম এলাকায় আঃ রহিমের ছেলে রাফসান জানী এমিল।
সে লায়ন্স এন্ড কলেজের ভালো ছাত্র ছিল। ২০২৪ সালের পরীক্ষার ফল প্রকাশিত হযওয়ায়। রবিবার দুপুর ১২টার দিকে বাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল। পরিবারের লোকজন দেখতে পায় রাফসান জানি এমিল ঘরের ভিতরে ফাঁসিতে ঝুলছে। সাথে সাথে পরিবারের লোকজন মিলে রাফসান জানী এমিল কে উদ্ধার করে সৈয়দপুর ১০০ সয্যা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাফসান জানী এমিল কে মৃত বলে ঘোষণা করেন।
























